আসলেই কি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল

আসলেই কি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল

আমেরিকা দেশ
আমেরিকা কে আবিষ্কার করেন
মার্কিন যুক্তরাষ্ট্র রাজ্য
আমেরিকার মানচিত্র
উত্তর আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন
আমেরিকার জনসংখ্যা কত ২০২০
ক্রিস্টোফার কলম্বাস ইতিহাস,
ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা,
ক্রিস্টোফার কলম্বাস ভারত,
আমেরিকা মুসলিমদের আবিস্কার,
আমেরিকা আবিষ্কার ও কলম্বাসের বোকামি,
আমেরিকা সম্পর্কে অজানা তথ্য,
কিভাবে আমেরিকা মহাশক্তি হয়ে ওঠে,
আমেরিকা সম্পর্কে তথ্য,
আমেরিকার জন্মের ইতিহাস,
আমেরিকা,
চীন আমেরিকার সামরিক শক্তি,
ইউক্রেন সংকট কি,
আমেরিকার বস্তির জীবন,
দারিদ্রতা,
আমেরিকায় গরিব মানুষের জীবন,
আমেরিকার গৃহযুদ্ধের ইতিহাস,
আমেরিকা যুক্তরাষ্ট্র,
আমেরিকার স্বাধীনতার ইতিহাস,
আমেরিকা দেশ সম্পর্কে জানতে যাই,
আমেরিকা দেশ সম্পর্কে অবাক করা তথ্য,
আমেরিকা দেশ কেমন,
আমেরিকা দেশ সম্পর্কে,
কম খরচে আমেরিকায় লেখাপড়া,
আমেরিকায় উচ্চশিক্ষা,
 মুসলিম অভিযাত্রায় আমেরিকা আবিষ্কার
 

ক্লিক হেয়ার



আমেরিকা কে আবিষ্কার করেছে এর উত্তরে হয়তো  আমরা সবাই এক বাক্যে বলব ক্রিস্টোফার কলম্বাস কিন্তু আসলেই কি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল’ এর উত্তর যতটা সহজ মনে হচ্ছে আসলে ততটা সহজ নয় কলম্বাসের আমেরিকা আবিষ্কার নিয়ে গবেষকদের যথেষ্ট আপত্তি আছে’ কারণ আরো কয়েক হাজার বছর আগে থেকে বহু আদিবাসী জনগোষ্ঠী  আমেরিকায় বসবাস করছিলো,  এছাড়া কলম্বাসের আগে ইউরোপের ফাইটিং মুসলিমদের আমেরিকায় যাওয়ার প্রমাণ রয়েছে,

আমেরিকার ইতিহাস খুব বেশি পুরনো নয়!


কলম্বাস আমেরিকা আবিষ্কার করে

বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার ইতিহাস খুব বেশি পুরনো নয় প্রায় একশত বছরের বেশি সময় ধরে আমেরিকার প্রকৃত আবিষ্কারক কে এই প্রশ্নের ঐতিহাসিক দ্বিধা বিভক্ত, একদল বলেন এখানকার অধিঅধিবাসীরা আমেরিকার প্রকৃত আবিষ্কারক আরেকদল বলেন ইউরোপীয় বাইকিন নাবিকরা প্রথম আমেরিকায় পা রেখেছিল’

এছাড়া গবেষকদের আরেকটি মাত হচ্ছে কলম্বাস নয় বরং মুসলিম অভিযাত্রায় আমেরিকা আবিষ্কার করেছিল, সাম্প্রতিক সময়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আমেরিকা আবিষ্কারের ক্ষেত্রে মুসলমানদের ভূমিকার কথা উল্লেখ করলে বিতর্কটি আবারও নতুন করে জেগে ওঠে,

কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন নি!

তবে অধিকাংশ গবেষকই স্বীকার করেযে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন নি এবং ঐতিহাসিকেরা তার ব্যাখ্যাও দিয়েছেন, সেসব ব্যাখ্যা শোনার আগে কলম্বাসের তথাকথিত আমেরিকা আবিষ্কারের প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে

প্রাচীনকাল থেকে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে এশিয়ার বিশেষ করে ভারত চীনের বাণিজ্যিক সম্পর্ক ছিল’ চীন থেকে সিল্ক আসিম ও চিনেমাটি তৈজসপত্র এবং ভারত থেকে মসলা সুতি কাপড় সোনা রুপার গহনা ইউরোপে আমদানি করা হতো’

এই বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হতো মূলত সিল্ক রোড ব্যবহার করে সিল্ক রোড ব্যবহারের কারণে মূলত এই ব্যবসার বেশিরভাগই ছিল তুরকে আরব বনিদের দখলে, এর ফলে ইউরোপীয়রা তাদের কাছ থেকে বেশ চড়া দামে এসব পণ্য সামগ্রী কিনতে বাধ্য হতো’

ইউরোপীয়রা ভারতবর্ষে যাওয়ার জলপথ!

সেজন্য ইউরোপীয়রা ভারতবর্ষে যাওয়ার জলপথ আবিষ্কার এর জন্য অত্যন্ত আগ্রহী হয়ে ওঠে পর্তুগিজ স্প্যানিশ নাবিকরা ভারতবর্ষে  আসার জলপথ আবিষ্কার এর চেষ্টা করে বারবার ব্যর্থ হতে থাকে|

তখন ইতালিয়ান নাবিক কলম্বাস ভারতে যাবার জলপথ আবিষ্কার করার প্রত্যয় স্পেনের রাজা ফার্ডিন্যান্ড কোরবানি ইসাবেলা শরণাপন্ন হয়’ প্রায় বছর খানিক সময় ধরে কলম্বাস তার অভিযানের পরিকল্পনা স্পেনের রাজা রানী কে  বোঝানোর পর এক পর্যায়ে রানী ইসাবেলা এই অভিযানের ব্যয় ভার বহন করতে রাজি হয়’

কলম্বাসের পরিকল্পনা যথেষ্ট বাস্তবসম্মত না হলেও তৎকালীন সময়ের মসলা ও আফিন বাণী নিয়ন্ত্রন পাবার জন্য কলম্বাসকে স্প্যানিশরা সহায়তা করে’

সে অভিযানে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে বলে প্রচার করা হয় সে অর্থে বলা যায় আমেরিকা আবিষ্কার হয়েছে ভারতবর্ষের জলপথ আবিষ্কার করতে গিয়ে’

কলম্বাস তিনটি জাহাজ 90 জন নাবিক নিয়ে অভিযান শুরু করে!

আমেরিকা আবিষ্কার করার কোন ইচ্ছা কলম্বাসের ছিলই না কারণ তৎকালীন সময়ের মানচিত্রে আমেরিকা মহাদেশের কোন অস্তিত্ব ছিলনা’ তখন মনে করা হতো ইউরোপ থেকে এশিয়া যাওয়ার পথে পড়বে বিশাল এক সমুদ্র আর এত দীর্ঘপথের রসদ নিয়ে যাত্রা করার মত জাহাজ তখনকার দিনে ছিল না’

সেজন্যই দীর্ঘদিন থেকে ইউরোপীয়রা ভারতে আসতে চাইলেও সহজেই আসতে পারছিল না 1492 সালের 3 আগস্ট কলম্বাস তিনটি জাহাজ 90 জন নাবিক নিয়ে অভিযান শুরু করে’ তার মাত্র দুই মাস পর 12 অক্টোবর কলম্বাস বাহামা দ্বীপপুঞ্জের কোন এক দ্বীপে অবতরণ করেন’

সেখানে নেমেই কলম্বাস মনে করে সে ইন্ডিয়া চলে এসেছে তাই কলম্বাস সে দ্বীপে বসবাসরত আদি বাসীদের নাম দেয় ইন্ডিয়া’

প্রকৃতপক্ষে সেসময় আড়াই লক্ষ ডাইনো আদিবাসী সেসব দেশে বসবাস করত ডাইনো জনগোষ্ঠী কলম্বাস তার নাবিক দেরকে অতিথি হিসেবে সাদরে বরণ করে’ কিন্তু কলম্বাস সাথে সাথে স্পেনে ফিরে গিয়ে 17 টি জাহাজে করে প্রায় 1200 লোক নিয়ে আবারও ডাইনোদের দ্বীপে হাজির হয়’  

তার উদ্দেশ্য ছিল দ্বীপের অধিবাসীদের দাস হিসেবে বন্দি করে তাদের স্বর্ণ লুট করা কিন্তু স্বর্ণ কি জিনিস ডাইনোরা  তাই  জানতো না’কোন ধন-সম্পদ না পেয়ে হতাশ হয়ে একপর্যায়ে কলম্বাসের বাহিনী আশেপাশের সকল দ্বীপের অধিবাসীদের হত্যা করতে শুরু করেন

এছাড়া কলম্বাসের বাহিনীর নিয়ে যাওয়া বিভিন্ন রোগ জীবাণু তে আক্রান্ত হয়ে কয়েক বছরের মধ্যে প্রায় 90 শতাংশ এরও অধিক আদিবাসী মারা যায়’

কলম্বাস তার মৃত্যু পর্যন্ত বিশ্বাস করতো!

সেই অভিযানের কলম্বাস যে সমস্ত জায়গায় পৌঁছে ছিল আধুনিক যুগের সেসব দেশগুলো হলো কিউবা হাইতীয় ডোমিনিকান রিপাবলিক যেগুলোর একটিও আমেরিকা নয়’ তবে কলম্বাস তার মৃত্যু পর্যন্ত বিশ্বাস করতো যে সে ইন্ডিয়ায় আবিষ্কার করেছে’

1828 সালে আমেরিকান গল্পকার ওয়াশিংটন আরবিং ইংরেজি ভাষায় প্রথম কলম্বাসের জীবনী গ্রন্থ লেখেন আরবিং তার বউয়ের বিক্রি বাড়াতে কলম্বাসের নামে মনগড়া বিভিন্ন কাহিনী যোগ করে’

সে মনে করেছিল কলম্বাসের বোকামির নিষ্ঠুরতার গল্প পাঠককে আকৃষ্ট করবে না তাই সে কলম্বাসের কাহিনীকে ইচ্ছাকৃতভাবে গৌরবান্বিত করে’

এই ওয়াশিংটন আরবিং এই বলেছিল ইতালিয়ান নাবিক কলম্বাসেই আমেরিকা আবিষ্কারক আরবিং এই মনগড়া কাহিনী  জনপ্রিয় হয়ে ওঠে 1900 শতকের পুরোটা সময় জুড়ে’ সে সময় প্রচুর ইতালিয়ান অভিবাসী আমেরিকায় আসতে শুরু করে তখনকার আমেরিকার বাসিন্দারা ইতালিয়ানদের একদমই পছন্দ করত না’

একজন ইতালিয়ানি আমেরিকা আবিষ্কার করেছে!

তখন ইতালিয়ানরা আমেরিকায় নিজেদের জায়গা পাকাপোক্ত করার জন্য ওয়াশিংটনের আরবিং লেখা কলম্বাসের গল্প ব্যাপকহারে প্রচার করতে থাকে’ একজন ইতালিয়ানি আমেরিকা আবিষ্কার করেছে এই প্রচারণায় ইতালিয়ান অভিবাসীরা এতটাই সফল হয়’

যে 1866 সাল থেকে আমেরিকায় আনুষ্ঠানিকভাবে কলম্বাসকে উদযাপন শুরু হয়ে যায় এখন পর্যন্ত আমেরিকার বিভিন্ন রাজ্যের প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় সোমবারের এই দিবসটি পালিত হয়|

এবং কলম্বাস ডে আমেরিকার একটি সরকারি ছুটির দিন বিশেষ করে ইতালিয়ান আমেরিকানরা দিনটিকে অধিক গুরুত্ব সহকারে পালন করে’

কলম্বাসের বিতর্কিত ইতিহাসের কারণে বর্তমানে আমেরিকার বহু শহর এবং বেশ কিছু রাজ্য এই দিনটিকে কলম্বাসডে পরিবর্তে আদিবাসী দিবস হিসেবে পালন করে’ সাম্প্রতিক সময়ে প্রত্নতাত্ত্বিকদের ধারণা আদিবাসী আমেরিকানরা আজ থেকে প্রায় দেড় লক্ষ বছর আগেই এই মহাদেশের প্রদাফোন করেছিল’

রাশিয়াও আলাস্কা হয়ে উত্তর আমেরিকাতে প্রবেশ করেছিল!

এই আদিবাসী অভিবাসীরা মহাদেশের বিভিন্ন অঞ্চলে বসতি স্থাপন করে উত্তরের ইনইট জাতি এবং দক্ষিণে আজটেক ও মায়া  জাতির লোকেরা এদের মধ্যে উল্লেখযোগ্য’

আরেক দল গবেষকেরা ধারণা আনুমানিক 12 হাজার বছর পূর্বে আমেরিকান আদিবাসীরা মূলত রাশিয়াও আলাস্কা হয়ে উত্তর আমেরিকাতে প্রবেশ করেছিল’ 1970 সালের দিকে প্রত্নতাত্ত্বিকেরা আমেরিকার নিউ মেক্সিকোতে ক্লাভিক্স উপজাতির সন্ধান পায়’

এই উপজাতিদের ডিএনএ থেকে প্রায় 11 হাজার বছর আগে আলাস্কা ওর সাইবেরিয়া থেকে আদিবাসীদের যোগসূত্র পাওয়া যায়’

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক!

ক্লাভিক্স গুষ্টিটি অধিক আমেরিকানদের উত্তরসূরি বলে ধারণা করা হয় এই যোগসুত্র থেকেই একদল ইতিহাসবিদ আমেরিকার আবিষ্কারক হিসেবে আদিবাসীদের স্বীকৃতি দেয়ার পক্ষে দাবি উত্থাপন করেন’

এই আদিবাসীদেরকে যদি আমেরিকার আবিষ্কারক এর তকমা থেকে বঞ্চিত করা হয় সে ক্ষেত্রেও কলম্বাস এই কৃতিত্বের বিন্দুমাত্র দাবিদার নয়’

ব্রিটেন বার্মিংহাম মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলেন কলম্বাস আমেরিকা আবিষ্কার এর প্রায় পাঁচশত বছর আগেই বাইটিং জাতি আমেরিকা আবিষ্কার করেছিল’

বাইটিং প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূলে অবতরণ করে অল্প কিছুদিন পরেই তারা উত্তর আমেরিকার নিকটবর্তী গ্রীনল্যান্ড দ্বীপ এর স্থায়ী বসতি গড়ে তোলে’

{-আসসালামু আলাইকুম আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনুগ্রহ করে আমার ওয়েবসাইটে এসে ভিজিট করার জন্য l আমি অনুগ্রহ করে আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার আশা করি -}

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন