মামুনুল হকের আইনজীবী এই প্রথম জাবিন চাইল নাখোশ করেছেন আদাল

মামুনুল হকের  আইনজীবী এই প্রথম জাবিন চাইল নাখোশ করেছেন আদাল!

 

মামুনুল হকের  আইনজীবী এই প্রথম জাবিন চাইল নাখোশ করেছেন আদাল,
মামুনুল হককে  আদালতের দেখতে এসে দুই অনুসারী গ্রেফতার,
নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্ট
মামুনুল হকের প্রথম স্ত্রীর ঝর্ণার,
মামুনুল হকের আজকের খবর,
মামুনুল হকের আজকের খবর কি,
মামুনুল হকের আজকের ঘটনা,
মামুনুল হকের জামিনের খবর,
মামুনুল হক এখন কোথায়,
মামুনুল হক গ্রেফতার,
মামুনুল হক কি ছাড়া পেয়েছে,
মামুনুল হক সাহেবের বয়ান,
মামুনুল হকের পিক,
মামুনুল হকের পিতা,
মামুনুল হকের পরিচয়,
মামুনুল হকের প্রথম স্ত্রী,
মামুনুল হকের প্রথম স্ত্রীর নাম,
মামুনুল হকের বক্তব্য,
মামুনুল হকের গজল,
মামুনুল হকের ভিডিও,
আল্লামা মামুনুল হকের অডিও ওয়াজ,
মামুনুল হক সাহেবের টিকটক,
মামুনুল হক বাঘের হুংকার,
মামুনুল হকের আইনজীবী মেজবাহ,

Click Hair

আবারো আলোচনা আল্লামা মামুনুল হক বিদায় নিয়েছে 2021 সাল এমনিতে এবছরের অনেক ঘটনা আলোচিত ছিল নারায়ণগঞ্জ, তার মধ্যে অন্যতম ছিল হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হকনারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্ট এর নারীসহ অবরুদ্ধ ঘটনা দেশব্যাপী আলোচিত হয়েছিল

  ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধ্বংসলীলায় মেতে উঠেছেন মামুনুল হকে অনুসারীরা 2015 সালের রাজধানীর মিরপুর থানায় দায়ের করা নাশকতার মামলায়, গ্রেফতার মামুনুল হকের জামিন নাখোশ করেছেন আদালত, আজ মঙ্গলবার ঢাকা বিশেষ ট্রাইব্যুনাল 14 এর বিচারক ফাতেমার ইমরোজ ক্ষণিকা আদেশ দেন মামুনুল হকের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন|


 নাখোশ হাওয়ায় মামলা আমরা উচ্চ আদালতে যাব!



তিনি বলেন তার জামিনের আবেদন করা হলে বিচারক যাবিন নাখোশ করে দেন আইনজীবী মেজবাহ আরো বলেন আজ এই মামলায় প্রথম জামিনের আবেদন করা হয়েছে|

 এখন নাখোশ হাওয়ায় আমরা উচ্চ আদালতে যাব তিনি আরো বলেন আজ সাক্ষ্য এই মামলায় গ্রহণের দিন ধার্য ছিল, সেই উপলক্ষে মামুনুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়,

 কিন্তু কোন সাক্ষী না আসায় বিচারক আগামী 13 মাস সাক্ষী  গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন, নথি থেকে জানা গেছে 2015 সালের 14 ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় পীরের ভাগিন বিএনপি জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করে|  

 

কঠিন হুংকার নুরপুরী আমরা রাজপথে নামতে বাধ্য হব!




বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেন আমাদের মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব আল্লামা জালাল উদ্দীন আহমেদ মাওলানা আতাউল্লাহ আমিন মাওলানা কোরবান আলী কাসেমী সহ অনেক আলেম ওলামা দীর্ঘদিন জেলখানায় আছে,তাদের মুক্তির দাবিতে 20 জানুয়ারি মানববন্ধন


 ভারতের হিন্দুদের সমাবেশে মুসলমানদেরকে হরতাল ঘোষণা


আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, ভারতের হিন্দুদের সমাবেশে মুসলমানদেরকে হরতাল প্রত্যাহার করতে হবে, সেই প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ মাওলানা আতাউল্লাহ আমিন মাওলানা কোরবান আলী কাসেমী সহ অন্যান্য ওলামায়ে কেরামের মুক্তির দাবিতে সারাদেশে মানববন্ধন,

20 জানুয়ারি 2022 সালের বৃহস্পতিবার আল্লামা মামুনুল হক এবং সকল কারাবন্দি আলেমদেরকে মুক্তির দাবিতে আগামী 20 জানুয়ারি বৃহস্পতিবার 2022 সালের সারাদেশে মানববন্ধন হবে,

এই মানববন্ধনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস উক্ত মানববন্ধনে উপস্থিত থাকার জন্য অনুরোধ রইল 

হেফাজত মজলিসের আমির মাওলানা ইসমাইল নবীপুরী বলেছেন বর্তমান সময়ে আমাদের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ নেতৃবৃন্দ জেলখানায় আছেন| আমরা তাদের মুক্তি চাই অন্যত্র আন্দোলনে নামতে বাধ্য হবো,

বৃহস্পতিবার 30 ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার জাতীয় প্রেসক্লাব 32 তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইকথা বলেন মাওলানা ইসমাইল নবীপুরী বলেন,

জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রেখে সংলাপ অর্থবহ হবেন না অনতিবিলম্বে বিলম্বের জাতীয় নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে  স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরি করুন|


সরকার আলেমদের মৌলিক অধিকার হরণ করেছে!


সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন আমাদের মহাসচিবসহ সকল কারাবন্দি আলেম-ওলামাদেরকে মুক্তি দিতে হবে তার কোন অন্যায় করেননি| তাদের জুলুম নির্যাতন করে সরকার তাদের মৌলিক অধিকার হরণ করেন

সংগঠনের ভারপ্রাপ্ত  মাওলানা আব্দুল আজিজ মহাসচিব বলেন বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠালগ্ন থেকে অনেক তিতিক্ষা আন্দোলন সংগ্রাম করে এসেছে, প্রতিষ্ঠাকালীন আমি সহ নেতৃবৃন্দ কারাবরণ শাহাদাতের নজরানা পেশ করছেন,

সুতরাং আমাদেরকে জেল-জুলুম ভয় দেখিয়ে রাজপথ থেকে সরানো যাবে না আগামী দিনের আন্দোলন সংগ্রাম দিয়ে দলের মহাসচিব আল্লামা মামুনুল হক সহযাত্রী নেতৃবৃন্দকে মুক্ত করে আনা হবে ইনশাআল্লাহ|

এতে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মারকাজুত শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা  মাওলানা মুফতি মিযানুর রহমান সাঈদ দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ,

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মাওলানা আবুল হাসানাত জালালী কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া প্রমুখ


মামুনুল হককে  আদালতের দেখতে এসে দুই অনুসারী গ্রেফতার!


আমাদের ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতের দেখতে এসে দুই অনুসারী গ্রেফতার হয়েছেন, নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী তথ্য জানিয়েছেন মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি,

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার মামলায় সোমবার 13 ডিসেম্বর রাতে গ্রেফতার দেখানো হয় গ্রেফতারকৃতরা  হলেন ঢাকা কেরানীগঞ্জ কালিন্দী গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মাহমুদুল হাসান বয়স 22 বছর টাঙ্গাইলে ভেরি পটল গ্রামের মোঃ আয়নাল হকের ছেলে মোহাম্মদ আলী বয়স 22 বছর,

মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক বলেন আদালতের কার্যক্রম শেষ মামুনুল হককে  যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল তখন কিছু অনুসারী পিছু নেন সময় তারা স্লোগান দেওয়ার চেষ্টা করলে,

পুলিশ দুইজনকে আটক করে অতিরিক্ত পুলিশ সুপার  জাহেদ পারভেজ চৌধুরী বলেন আমরা 2 জনকে আটক করেছি তারা সোনারগাঁও থানা নাশকতা মামলার সন্দেহভাজন আসামির তাদের ওই মামলায় কে দেখানো হয়েছে|   


রিসোর্ট 8000 টাকার বিশেষ প্যাকেজ ফেঁসে গেলেন!


নারায়ণগঞ্জের সোনারগাঁও রিসোর্ট 8000 টাকার বিশেষ প্যাকেজ ঝর্ণা কে নিয়ে উঠেন মামুনুল হক ধর্ষণ মামলার সাক্ষীদের রয়েল রিসোর্ট এর ম্যানেজার নাজমুল হাসান অনিক একথা বলেন,

সোমবার 12:30 নারায়ণগঞ্জ জেলা নারী শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আদালতে সাক্ষী দিয়েছেন রিসোর্টের ম্যানেজারসহ তিনজন সাক্ষীর রিসোর্টের ম্যানেজারসহ  নাজমুল হাসান অনিক সুপারভাইজার আজিজ পলাশ নিরাপত্তা প্রহরী আনসার সদস্য রতন বড়াল ও সেদিনের ঘটনা তুলে ধরেন গুরুত্বপূর্ণ জবানবন্দি দিয়েছেন

সময় বাদী রাষ্ট্রপক্ষের ছিলেন পাবলিক প্রসিকিউটর রকিবুজ্জামান রাকিব সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহসীন হাসান জুয়েল সহ কয়েকজন, অপরদিকে আসামিপক্ষের ছিলেন আনিসুর রহমান মোল্লা সহ কয়েকজন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, এর আগে মামলার বাদী প্রথম সাক্ষী দিয়েছেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মামুনুল হকের আদালতে হাজির করা হয়, এদিন তিনজন সাক্ষী দিয়েছেন পরবর্তী সাক্ষী দিন পরে জানানো হবে  বিকাল দুইটার সাক্ষী শেষে মামুনুল হকের কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে


আল্লামা মামুনুল হককে কঠোর নিরাপত্তায় আদালতে আনা হয়েছে!


হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে কঠোর নিরাপত্তায় আদালতে আনা হয়েছে নারায়ণগঞ্জ সোনারগাঁও রিসোর্ট ঘটনায় থানায় দায়ের করা ধর্ষণ মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণের জন্য তাকে আদালতে আনা হয়

আজ সোমবার 13 ডিসেম্বর সকাল 10 টা 45 মিনিটে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়সকাল এগারোটা নারায়ণগঞ্জ নারী শিশু আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আদালতে সাক্ষ্য গ্রহন শুরু হবে বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর রকিবউদ্দিন আহমেদ|

তিনি বলেন আজ মামুনুল হকের বিরুদ্ধে রিসোর্টে 4 জনের সাক্ষ্য নেওয়া হবে এর আগে 24 শে নভেম্বর প্রথম দফায় মামুনুল হককে  উপস্থিতিতে, কথিত দ্বিতীয় স্ত্রীর জান্নাত আরা ঝর্ণা সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল

 তার আগে তিনি নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে দায়েল করা ধর্ষণ মামলার বিচার কাজ শুরুর আদেশ দেওয়া হয় মামুনুল হক তিনি এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্ট এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন

ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে মামুনুলহকে ঘেরাও করে  মামুনুলহকে  নেতাকর্মীরাও সমর্থনকারীরা ভাঙচুর করে রিসোর্টের এসে মামুনুল হককে  নিয়ে যায়

পরে 30 এপ্রিল সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মামলা দায়ের করেন ওই নারী যাকে মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন|


মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!


নারায়ণগঞ্জ জেলা নারী শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর রকিবুজ্জামান রাকিব জানান কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাতে ঝর্ণা সোনারগাঁও থানার মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন

সেই মামলায় এই নিয়ে চারজনের সাক্ষী হয়েছে উভয় পক্ষে জেরা করেছেন মামলার এজাহারে বলা হয়েছে শহিদুল ইসলামের সঙ্গে দাম্পত্য জীবন সুখে-শান্তিতে অতিবাহিত হচ্ছিল তাদের 17 13 বছর বয়সী দুটি সন্তান

তাদের বাসায় অবাধ যাতায়াত থাকার সুবাদে ছোট খাটো সাংসারিক মতানৈক্যের মধ্যে মামুনুল হক সুকৌশলে প্রবেশ করেন স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করতে থাকেন সাংসারিক টানাপড়েনে এক পর্যায়ে  মামুনুল হক  পরামর্শে 2018 সালের 10 আগস্ট শহিদুলের সঙ্গে তার বিচ্ছেদ হয়  জান্নাত আরা ঝরনার|

 

14 বছর পর ঝর্ণার মনে হল তাকে ধর্ষণ করা হয়েছে!


এজাহারে অভিযোগ করেন বিচ্ছেদের পর অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে ঢাকায় আসার জন্য পুরস্কৃত করেন ঢাকায় আসার পর তাঁর পরিচিতি বিভিন্ন অনুষদের বাসায় রেখে মামুনুল হক নানাভাবে তাকে  কু-প্রস্তাব

এর দেয় এরধারাবাহিকতা মামুনুল হক   পরামর্শে কলাবাগানে সাবলেট থাকতে শুরু করেন এবং বিয়ের আশ্বাস দেখিয়ে এবং অসহায়ত্বের সুযোগ নিয়ে মামুনুল হক তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন:

কিন্তু বিয়ের কথা বললে মামুনুল হক  করছি করব বল সময় ক্ষেপন করতে থাকেন ঘুরাঘুরির কথা বলে 2018 সাল থেকে মামুনুল হক বিভিন্ন হোটেল রিসোর্টে  তাকে নিয়ে যেতেন

তাকে ধর্ষণ করেন মামুনুল হক  বলেন সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী দুই বছর আগে তিনি শরীয়া মোতাবেক বিয়ে করার বিষয়টি আমলে প্রথম স্ত্রী জানতেন না



{-আসসালামু আলাইকুম আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনুগ্রহ করে আমার ওয়েবসাইটে এসে ভিজিট করার জন্য l আমি অনুগ্রহ করে আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার আশা করি -}

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন