ডাক্তার মুরাদ এর স্ত্রী নির্যাতনে জিডি করেছেন/ জামাতের এজেন্ট নাকি মুরাদ স্ত্রী!

ডাক্তার মুরাদ এর স্ত্রী নির্যাতনে জিডি করেছেন/ জামাতের এজেন্ট নাকি মুরাদ স্ত্রী!

ডাক্তার মুরাদ এর স্ত্রী,
জামাতের এজেন্ট নাকি মুরাদ স্ত্রী,
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এর পরিচয়,
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এর ধর্ম কি,
তথ্য মন্ত্রী মুরাদ,
তথ্য মন্ত্রী মুরাদ স্ত্রী ডাক্তার জাহানারা এহসান,
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ছবি,
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বাড়ি কোথায়,
তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ,
তথ্য প্রতিমন্ত্রীর নাম কি,
মুরাদ হাসান শিক্ষা,
জামাতের এজেন্ট নাকি মুরাদ স্ত্রী

ক্লিক হেয়ার


সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এর বিরুদ্ধে এবার হত্যাচেষ্টা নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী ডাক্তার জাহানারা এহসান, রাতে ডিএমসির পাবলিক রিলেশন্স গণমাধ্যম বিভাগের প্রধান ফারুক হোসেন তথ্য জানান তিনি বলেন তদন্ত চলছে প্রাথমিকভাবে প্রমাণিত হলেই সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এর বিরুদ্ধে মামলা হবে|  

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এর স্ত্রী ডাক্তার জাহানারা এহসান  ধানমন্ডি থানার সাধারণ ডারিতে বলেন তাদের 19 বছরের সংসার, সাম্প্রতিক সময়ে তার স্বামী মুরাদ হাসান তাকে এবং তার সন্তান 16 বছরের মেয়ে রাজকন্যা 11 বছরের ছেলে যুবরাজকে কারণে-অকারণে গালিগালাজ মানহানিকর ভাবে নির্যাতন করে আসছে|

হত্যার হুমকি দিলেন তিনি 999লাইনে কল দিয়ে পুলিশের সহায়তা চান!

নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে অশালীন অডিও ভাইরাল

এবং ঘটনার সময় 6 জানুয়ারি বৃহস্পতিবার নির্যাতন হত্যার হুমকি দিলেন তিনি 999লাইনে কল দিয়ে পুলিশের সহায়তা চান, বিষয়ে জানতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এর ধানমন্ডির বাসায় গেলে তাকে এবং অভিযোগকারিণী কাউকেই পাওয়া যায়নি”

বাসার নিরাপত্তা কর্মী জানান পুলিশ আসলে মুরাদ হাসান বেরিয়ে যান এবং পুলিশের সঙ্গে বেরিয়ে যান তার স্ত্রী| সত্যতা জানতে যোগাযোগ করেও পাওয়া যায়নি অভিযোগকারিণী ডাক্তার জাহানারা এহসানকে’

গণমাধ্যম বিভাগের প্রধান ফারুক হোসেন জানান!

ডিএমসির পাবলিক রিলেশন্স গণমাধ্যম বিভাগের প্রধান ফারুক হোসেন জানান সাধারণ ডাইরির প্রেক্ষিতে তদন্তে নেমেছে পুলিশ প্রমাণ মিললে আইনি ব্যবস্থা|

পরবর্তী পদক্ষেপ যে অফিসার তদন্ত করছে তিনি মাননীয় আদালত এর কাছ থেকে পূর্ণাঙ্গ তদন্তের জন্য অনুমতি নিবেন’ তারপর তদন্ত করে যদি প্রমাণ পাই সে ক্ষেত্রে তার বিরুদ্ধে কোর্টে ননে প্রসিকিউটর দাখিল করব| সম্প্রতি তারেক জিয়ার মেয়েকে নিয়ে নেতিবাচক মন্তব্য নায়িকা মাহিয়া মাহিকে নিয়ে অশালীন অডিও ভাইরাল হলে মন্ত্রিত্ব হারালেন ডাক্তার মুরাদ হাসান,

ডাক্তার মুরাদ হাসান তার ক্ষমতা সব জায়গায় দেখাইতো বিশেষ করে অসহায় মানুষের উপরে বেশি দেখাইতো মুরাদ হাসান কত নারীর সর্বনাশ করেছে সে নিজেও জানে না অনেক নারীরা আত্মসম্মানের ভয়ে প্রকাশ্যে আসে নাই

সমাজ কি বলবে সমাজে মুখ দেখাতে পারবো না এরকম অনেক বিষয় চিন্তা করে অনেক নারী ইচ্ছা থাকলো সামনে আসতে পারেনি  মিডিয়ার

ডাক্তার মুরাদ হাসান এর স্ত্রী জামাত শিবির এজেন্ট!

রক্তের মুরাদ তাসলিমা নাসরিনের বৈশিষ্ট্য ধারণ করলো

এটাও কি জনগণ বিশ্বাস করবে ডাক্তার মুরাদ হাসান এর স্ত্রী জামাত শিবির এজেন্ট, জামাত  বিদ্বেষ কেমন পরিণতি আসলে ডাক্তার মুরাদ হাসান রাজনীতিকের উদ্যান কিংবা তার রাজনীতিকে আদর্শ ছিল জামাত-শিবির বিদ্বেষ- বিরোধিতা নয়”

জামাতের এর বিরোধিতা থাকবে হেলদি কম্পিটিশন থাকবে জামাতের সমালোচনা থাকবে জামাতের বিরুদ্ধে প্রার্থী থাকবে বিরোধিতার রাজনীতি থাকবে”

বাট ডাক্তার মুরাদ হাসান বিদ্বেষ নির্মল এটা কিন্তু কাম্য নয় ডাক্তার মুরাদের যে চরম পরিণতি এর কারণ ও কিন্তু জামাত শিবির বিদ্বেষ,

 ডাক্তার মুরাদ হাসান কে অমুসলিম বলার সুযোগ নেই!

আসলে ডাক্তার মুরাদ হাসান কিন্তু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং তিনি মুসলিম মুসলিমের আইডেন্টিটি ধারণ করতেন, টুপি পড়তেন পাঞ্জাবি পড়তেন নামাজ পড়তে মসজিদে যেতেন  এর মানে তাকেও মুসলিম বলার সুযোগ নেই

কিন্তু জামাত শিবিরের বিরোধিতা করতে গিয়ে তিনি ধর্মকে প্রতিপক্ষ বানিয়ে  ফেলেছেন অন্যান্য আলেমদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন”এর মানে ডাক্তার মুরাদ এর চরম পরিনিতি তার মূল বৃত্তি কিন্তু জামাত শিবির বিদ্বেষ ছিল,

এবং  তার রাজনৈতিক আদর্শে ছিল ইতিমধ্যে তাকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে, আমি বলবো যে সামথিং মোর দ্যান ক্যাপিটাল পানিশমেন্ট ,

এমন কোন অপমান নেই যে তিনি সম্মুখীন হননি এর চেয়ে বড় অপমান বা লাঞ্ছনা এর চেয়ে বড় লাঞ্ছনা একজন মন্ত্রীর জন্য আর কিছু  হতে পারে না|ডাক্তার মুরাদ হাসান এর লোকজন সাঙ্গোপাঙ্গ এখনো আছে,

জামাত-শিবিরকে উত্তপ্ত করতে করতে শেষ পর্যন্ত তার স্ত্রীকে উত্তপ্ত করা শুরু করেছে!

ডাক্তার মুরাদ হাসান জামাত-শিবিরকে উত্তপ্ত করতে করতে আলেম-ওলামাদের উত্তপ্ত করতে করতে শেষ পর্যন্ত তার স্ত্রীকে উত্তপ্ত করা শুরু করেছে ডাক্তার মুরাদের স্ত্রী ডাক্তার জাহানারা এহসান তিনি,

সরকারি ইমারজেন্সি হেল্প লাইন 999 লাইনে কল দিয়ে সহযোগিতা চেয়েছেন যে মুরাদ তাকে নির্যাতন করছে হুমকি দিচ্ছে তিনি ইনসিকিউ ফিল করছেন,তার ধানমন্ডি 15 বাসায় কিন্তু থানার পক্ষ থেকে পুলিশ পাঠানো হয়েছে  কিন্তু ডাক্তার মুরাদ এর জায়গায় অন্য কেউ হলে তাকে নিশ্চিত গ্রেপ্তার করা হতো |

সর্বশেষ পরিস্থিতি ডাক্তার মুরাদের স্ত্রী ডাক্তার জাহানারা এহসান|তিনি থানায় জিডি করেছেন এটা এখন টক অব দ্য নিউজ, এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু আসলে ডাক্তার মুরাদ কোথায় ছিল এটা নিয়ে ধোঁয়াশা ছিল এখন তো দেখা গেল তাঁর স্ত্রীর সাথে ছিল|

শাহরিয়ার কবিরের পার্সপেক্টিভ এবং  শাহবাগীর পার্সপেক্টিভ!

ডাক্তার মুরাদের যে ঘটনাগুলো এই গুলার দিকে যদি তাকায় তাহলে  শাহরিয়ার কবিরের  পার্সপেক্টিভ এবং শাহবাগীর পার্সপেক্টিভ আলোচনার করি” মুক্তিযুদ্ধ মঞ্চের  তথাকথিত মুক্তিযোদ্ধা মঞ্চ যাদেরকে সাথে নিয়েই মুরাদ রাজনীতিক করতেন যাদের’প্লাটফর্মে মুরাদ উল্টোপাল্টা করতেন কথাবাত্রা বলার কারনে,

ডাক্তার মুরাদ হাসান এর সব ক্ষমতা চলে গিয়েছে,এদের পার্সপেক্টিভ থেকে বলে যে মুক্তিযোদ্ধা সন্তান একটা ষড়যন্ত্র শাহবাগ পার্সপেক্টিভ থেকে  বললে এটা জামাত-শিবিরের  এজেন্ট,এখন এদের কাজ হবে ডাক্তার জাহানারা এহসান জামাত-শিবিরের  এজেন্ট কিনা, এটা শাহবাগীদের উচিত খোঁজ খবর নিয়ে দেখা তারা তো সব জায়গায় জামাত-শিবিরকে খোঁজে|  

জামাতকে নির্মূল করার চেষ্টা করেছে!

যারা এই জামাতকে নির্মূল করার চেষ্টা করেছে তাদেরকে হত্যা করেছে তাদেরকে জুলুম করেছেmবিভিন্ন ভাবে নির্মূল করে দুনিয়া থেকে বিদায় করার পক্ষে ছিল, আমি বলছি না তাদের বিরোধিতা করা যাবে না বিরোধিতা করা যাবে আমরা তো অনেক ক্ষেত্রে বিরোধিতা করি বাট জুলুম কিন্তু কাম্য নয়|

আমার এই আলোচনার বিষয় হলেও মূলত জালিমদের পরিণতি মজলুমদের পক্ষের যে ন্যাচারাল রায় চলে আসে ন্যাচারা যে মজলুমদেরকে একসময় হেল্প করে অটোমেটিক্যালি যে মজলুমদরা বিজয় হয় আল্লাহর পক্ষ থেকে বিষয়টি তুলে ধরার আমরা উদ্দেশ্যে|

আইন সংবিধান ধর্ম কিছুই অ্যালাও করেনাই শাহবাগ!

এই খানেই স্পষ্ট জামাত  বিদ্বেষ যারা জুলুম করেছে যেটা আইন সংবিধান ধর্ম কিছুই অ্যালাও করেনা তার মধ্যে পদান এই কালসার শুরু করেছি শাহবাগ থেকে|

এই শাহবাগীদের দুনিয়াতে শান্তি নেই ঘরে মধ্যে ও বউ থাকে না যেমন ডাক্তার ইমরানি সরকার দুনিয়াইতে ও একেবারে লাঞ্ছিত অপমানিত কোথায় ও শেষ পর্যন্ত জায়গা হয়নি, সে কোথায় আছে এখন কেউ জানে না তার স্ত্রী কিন্তু চলে গিয়েছে,

তুরিন আফরোজ জামাতকে নির্মূল করার জন্য শাহবাগের চেতনা ধারণ করে অনেক কিছু করেছেন তার স্বামী সংসারের কি অঘটন ঘটেছে জাতি জানে,এরকম যারাই আছে তাদের সংসারে  টিকে নাই|

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার অনেক শিবিরকর্মীদের হত্যার পেছনে দায়ী বলে ধারণা করা হচ্ছে এই বাবুল আক্তারের স্ত্রীকে সে নিজে হত্যা করেছে|

শাহবাগের চেতনাকে আমাদের দেশের অনেক হুজুরের ধারণ করে!

শাহবাগের চেতনাকে আমাদের দেশের অনেক হুজুরের ধারণ করে যেমন চরমোনা কিন্তু সবাই না যেমন ফরিদ উদ্দিন মাসউদ কে সম্মাননা দেয়” ওদের অবস্থায় ডাক্তার মুরাদ ইমরানের মত হয় কিনা আল্লাহই ভাল জানে অতএব মানুষের উপর জুলুম করা জুলুমের বৈধতা দেওয়া যেমন শাহবাগে আদর্শ তাদের চিন্তাভাবনা করা দরকার ডাক্তার মুরাদের এই অবস্থা দেখে,

সবার শিক্ষা নেওয়া উচিত ডাক্তার মুরাদ হাসান থেকে মানুষের অনেক শিক্ষণীয় রয়েছে যে আল্লাহ্ চাইলে কিনা করতে পারে


{-আসসালামু আলাইকুম আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনুগ্রহ করে আমার ওয়েবসাইটে এসে ভিজিট করার জন্য l আমি অনুগ্রহ করে আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার আশা করি -}

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন