জুয়েল রানা 212000 বাহিনীর মধ্যে প্রথমবারের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেল

জুয়েল রানা 212000 বাহিনীর মধ্যে প্রথমবারের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেল 




এইচপি মোহাম্মদ জুয়েল রানা পেলেন  জাতীয় শুদ্ধাচার পুরস্কার সিনিয়ার সহকারী পুলিশ সুপার দাউদকান্দি চান্দিনা সার্কেল জোবায়ের জুয়েল রানা পেয়েছেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার|
পুলিশ সদরদপ্তরে তিনি  এই পুরস্কার গ্রহণ করেন প্রচলনের প্রথম বছরে পুরস্কার পেলেন জুয়েল রানা বুধবার 30 জুন পুলিশ সদর দপ্তর ঢাকা সম্মেলন কক্ষে আইজিপির ডাক্তার জনাব বেনজির আহমেদ-ভিপিএম বার এর পক্ষে অতিরিক্ত আইজিপি এডমিন এন্ড অপারেশন ডঃ মোঃ মমিনুর রহমান চৌধুরী সিনিয়র মোহাম্মদ জুয়েল রানা হাতে জাতীয় শুদ্ধাচার পুরস্কার তুলে দেন|

2019 সালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পেশাগত দক্ষতা যোগ্যতা সততা ভালো আচরণ নেতৃত্বসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক 19টি সূচকের সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে জাতীয় শুদ্ধাচার নীতিমালা 2017 অধীনে এই পুরস্কার ফান|

2021 সাল এই  প্রথম বাংলাদেশ পুলিশের শুদ্ধাচার পুরস্কার প্রদান শুরু হয় 

শুদ্ধাচার চর্চাসনদ প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন’ অতিরিক্ত আইজিপি এইচআরএম মোঃ মাজহারুল ইসলাম ডিআইজি  প্রশাসক মোঃ আমিনুল ইসলাম পিপিএম বার ডিআইজি লজিস্টিক মোহাম্মদ তৌফিক মাহবুব চৌধুরী ডিআইজি ওয়েলফেয়ার রুহুল আমিনসহ ভিপিএন সহ পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ| 
এই বছরই প্রথম বাংলাদেশ পুলিশের শুদ্ধাচার পুরস্কার প্রদান শুরু হয় প্রথম বার এই পুরস্কার অর্জন করেন এ এসপি মোহাম্মদ জুয়েল রানা, পুরস্কার হিসেবে তাকে একটি সনদ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয় পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে” 

এ এসপি মোহাম্মদ জুয়েল রানা বলে 212000 বাহিনীর মধ্যে প্রথমবারের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তির আমার জন্য নিঃসন্দেহে একটা বিশাল সম্মানের বিষয়| 

এই পুরস্কার আমাকে ভালো কাজ আরো বেশি উৎসাহ দেবে এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে শক্তি জোগাবে! উল্লেখ্য গত মাসেই বাংলাদেশ পুলিশে চালু হওয়া অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে অর্জন করেছেন শ্রেষ্ঠ সার্কেল এএসপি পুরস্কার’ জাতীয় শুদ্ধাচার  পুরস্কার 2019-2020 সেকশনে মনোনীত হয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি” বাংলাদেশ পুলিশ 212000  হাজার সদস্যের একটি বিশাল বাহিনী এই বাহিনীর মধ্য থেকে জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়ে|

মহান আল্লাহতালা প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি 

আমার জন্য একটি অত্যন্ত সম্মানের বিষয় এজন্য আমি মহান আল্লাহতালা প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি  এবং ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ও বাংলাদেশ পুলিশের আইজিপি ডক্টর বেনজীর আহমেদ স্যারের প্রতি” 
আমি মনে করি এই পুরস্কারটি আমাকে আরো বেশি শক্তিশালী করবে এবং আরও ভালো কাজে উৎসাহ দেবে এবং পাশাপাশি জনকল্যাণে আত্মনিয়োগ করার জন্য ওশক্তি এবং সাহস যোগাবে - আপনারা জানেন যে সততা যোগ্যতা দক্ষতা ন্যায়নিষ্ঠ ভালো আচরণ, ওর এরকম 19টি  ভিন্ন ভিন্ন মানদণ্ডের ভিত্তিতে এই পুরস্কারটি দেয়া হয়,

শিল্পাঞ্চলের পুলিশের কর্মরত থাকা অবস্থায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারটি আমাকে দেয়া হয়েছে, এবং এই পুরস্কারের মাধ্যমে আমি মনে করেছি আমাকে আরও সামনে ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে এবং আমি চেষ্টা করব বর্তমান যে কর্মস্থলে আছি, সেখানে  আরো ভালো জনকল্যাণে আত্মনিয়োগ করে মানব সবায় জন্য নিজেকে সচেষ্ট রাখবো "

পুলিশের ইমেজ এবং মর্যাদার ভিত্তিতে ভূমিকা রাখবো

পাশাপাশি ভবিষ্যতে যেখানেই যাই না কেন আরো বেশি, ভালো ভালো কাজ করার জন্য মানবকল্যাণ করার জন্য এবং পুলিশের ইমেজ এবং মর্যাদার ভিত্তিতে ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি| এজন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থী  সেই সাথে সবার সহযোগিতা কামনা করি, 

কারণ আমি যেখানেই যাই না কেন জনগণের সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়া কিছুই করা সম্ভব না আমি একা চেষ্টা করলে কিছু হবে না| সেইসাথে জনগণের সাহায্য আমার খুব দরকার তাই আমি জনগণকে অনুরোধ করবো আপনারা নির্ভয়ে আপনারা আমাকে সাহায্য করবেন 

আওয়ামী লীগের কয়েকটি পদ নিয়েছি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে গেছেন

বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে বঙ্গবন্ধুর অনুসারী বলে নিজেদের দাবি করি আর আওয়ামী লীগের কয়েকটি পদ নিয়েছি বলে বঙ্গবন্ধুর সৈনিক হয়ে গেছেন এটা বাঙালি জাতি কিন্তু মানবে না, আমরা  জনগণ ও কিন্তু মানবো না আজ আমরা পাই দেখি আমাদের বড় বড় নেতারা বড় গাড়িতে চড়ে ভালো ভালো খাবার খান ঢাকা ভাঙলো বাড়ি তৈরি করেন আপনারা|

মুক্তিযুদ্ধের চেতনা কি এটা আপনারা কোনো নেতাই ও জানেন না এবং কখন ও আপনারা বলেন নাই এবং কখনো বাস্তবায়ন করার চেষ্টাও করেন না নাই, এই বিষয়ে কথা বলতে চাই না 7 ই মার্চের ভাষণ কি কারণে হয়েছিল এই 7 ই মার্চের ভাষণ থেকে আমরা কি উপকৃত হয়েছি কেন হয়েছিল কখন ও আপনারা বলেন নাই 7 ই মার্চের ভাষণ কোন দিকে ধাবিত হয়েছে আমি সেটা বলতে চাই|আজকে যদি 7 ই মার্চের ভাষণ না হতো কিংবা 1971 এর গণআন্দোলন না হতো কিংবা 1952 এর ভাষা আন্দোলন না হতো|

আজকে আমি পুলিশ সুপার না হয়ে সিনিয়ার কনস্টেবল হতাম

সর্বোপরি এই আন্দোলনে যারা নিজের সর্বোপরি এই আন্দোলনে যারা নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জেল জুলুম হয়রানির শিকার হয়েছে রাস্তায় নেমে আমাদের অধিকারের সংগ্রামী চালিয়েছেন তাদের  প্রদান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতা, যদি তার নেতৃত্ব   না থাকতো তাহলে আজকে আমি পুলিশ সুপার না হয়ে সিনিয়ার কনস্টেবল হতাম,

আজকে যারা আমিলিগ করেন আজকে রাস্তার ধারে ধারে দাঁড়িয়ে থাকতেন একমুঠো ভাতের জন্য কিংবা সিনিয়র নেতা কর্মীরাও অসাধারণ মানুষের এইযে অর্জন আসেন আমরা মহান আল্লাহতালা কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি|

আমি সাধারন জনগন কে কিছু বলবো না কারণ বঙ্গবন্ধু রক্ত দিতে চেয়েছে সাধারণ জনগণ এবং আমার মা-বোনেরা রক্ত দিয়েছন, আমি আজ  আমার মঞ্চে যারা আছেনা তারা বঙ্গবন্ধুর চেতনা কে কতটুকু ধারণ করতে পেরেছে আজকে জনগণকে তার উত্তর দিয়ে যাবেন|

নৌকার প্রার্থী হয়েছেন বলে চেয়ারমান হয়ে যাবে বিষয়টা এমন

নৌকার প্রার্থী হয়েছেন বলে চেয়ারমান হয়ে যাবে বিষয়টা এমন আমি যেখানে নির্বাচন করেছে নৌকার সেখানে 251 ভোট পেয়েছে,

ইউপি চেয়ারম্যানদের সতর্ক করতে  পুরস্কারপ্রাপ্ত জুয়েল রানা এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব ফেসবুক ভাইরাল হয় আরর্ ইউনিয়নে আমি নির্বাচন করছি নৌকায় পাইসে 790 ভোট নানা মহলে বিষয়টি আলোচনার মধ্যেই, এবার এলো তাকে বদলির আদেশ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল রানাকে কুমিল্লা থেকে সরিয়ে সিলেট সপ্তম আন পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন প্রদান করা হয়েছে,

 হাতেনাতে প্রমাণ শুধু নৌকা টাকা পয়সা থাকলে নির্বাচনে জয় লাভ করা যাবে না

তার মানে এগুলো হাতেনাতে প্রমাণ শুধু নৌকা নিয়ে আসলে টাকা পয়সা থাকলে বড় নেতারা আত্মীয়-স্বজন হলে নির্বাচনে জয় লাভ করা যাবে না| জুয়েল রানা এই বদলী আদেশ দাউদকান্দি ওচান্দিনাতে  সাধারণ মানুষের মধ্যে নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে"

স্থানীয়রা জানান জুয়েল রানা একজন জনবান্ধব পুলিশ অফিসার যেকোনো প্রয়োজনে তার কাছে গেলে সহযোগিতা না পেয়ে পেতে হতো না কুমিল্লা দাউদকান্দি সার্কেল অফিসের হিসাব যোগদান করার 

পর খুব কম সময়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পান জুয়েল রানা বলেন ভোটকেন্দ্রে অনেকেই দখল করতে আসে চোর কখনো শুনেনা কুত্তার লেজ সোজা হয় না|
এর পরও যারা পরাজিত হবে মনে একটা ভয় আছে ভোটকেন্দ্রে আসবে ঝামেলা করতে আমাদের প্রশিক্ষণ আছে অস্ত্র রেডি আছে সরকার গুলি দিয়েসি সরকারের অর্ডার আছে আইনলঙ্গ হবে আপনাকে বসে থাকবো সেটা কখনোই হবে আমি কোনো ভাবেই অন্যায় হতে দিব না সত্যিকার অর্থে পুলিশ পাওয়ার ভাগ্যের ব্যাপার


{-আসসালামু আলাইকুম আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনুগ্রহ করে আমার ওয়েবসাইটে এসে ভিজিট করার জন্য l আমি অনুগ্রহ করে আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার আশা করি -}



{-আসসালামু আলাইকুম আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনুগ্রহ করে আমার ওয়েবসাইটে এসে ভিজিট করার জন্য l আমি অনুগ্রহ করে আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার আশা করি -}

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন