5g নেটওয়ার্ক 4g তুলনায় 100 গুণদ্রুত 5g চোখের পলক চেয়েও 400 গুণদ্রুত

5g নেটওয়ার্ক 4g তুলনায় 100 গুণদ্রুত 5g চোখের পলক চেয়েও 400 গুণদ্রুত

ক্লিক হেয়ার

মোবাইল ইন্টারনেটের বেলায় 2g 3g 4g কথা আমর অনেক শুনেছি সম্প্রতি বাংলাদেশের  5g সেবা ও চালু হয়েছে one-two-three এরকম সংখ্যার পরে g দিয়ে মূলত বোঝায় জেনারেশন, সময়ের সাথে সাথে মোবাইল পরিষেবা এবং তারহীন ইন্টারনেটের অনেক প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে,

 সেসব প্রযুক্তির বৈজ্ঞানিক নাম হয়ত সবাই বুঝবে না তাই এই গুলোকে এক একটি প্রজন্ম বা জেনারেশন হিসেবে নামকরণ করা হয়|5g নেটওয়ার্ক প্রচলিত 4g এর তুলনায় প্রায় 100 গুণ দ্রুত গতিসম্পন্ন 5g রেসপন্স টাইম হবে মানুষের চোখের পলক  পড়ার চেয়েও  400 গুণ দ্রুত, বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারের এক নতুন অধ্যায় উন্মোচিত হতে যাচ্ছে 5g নেটওয়ার্ক এর মাধ্যমে,

বিশ্বে প্রথম 1g নেটওয়ার্ক দিয়ে তার যাত্রা শুরু!



মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো 1g নেটওয়ার্ক দিয়ে তার যাত্রা শুরু করেছিল, তখন শুধু মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা যেত এরপর আসে 2g যার সাহায্যে প্রথমবারের মতো দুইটি মোবাইল ডিভাইসের মধ্যে এক্স মেসেজ আদান-প্রদান করা সম্ভব হয়,

তারপর 3g নেটওয়ার্ক কল করার টেক্সট মেসেজ এবং ইন্টারনেট ব্যবস্থাকে আরও সহজে ব্যবহার উপযোগী করে  4g  নেটওয়ার্ক 3g সুযোগ সুবিধা ছিল,

তবে তার সাথে যোগ করা হয়েছে বাড়তি গতি যাতে করে মোবাইলের মাধ্যমে বড় বড়  ফাইল ট্রান্সফার এবং অনেকগুলো ডিভাইস সহজে কানেক্ট করা যায়| ইন্টারনেটের ক্রমবর্দ্ধমান ব্যবহারের ফলে 4g চেয়েও দ্রুতগতির নেটওয়ার্ক সময়ের দাবিতে পরিণত হয়”

5g নেটওয়ার্ক সবার আগে চালু করেছে তা নিয়ে  বিতর্ক আছেন!

5g নেটওয়ার্ক কারা সবার আগে চালু করেছে তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছেন’2019 সালে দক্ষিণ কোরিয়া দাবি করে তারা আমেরিকা এবং চীন কে পেছনে ফেলে সবার আগে ফাইভ জি হ্যান্ডসেট  এর মাধ্যমে গ্রাহকের কাছে এই সেবা পৌঁছে দিয়েছে’

 কিন্তু আমেরিকারে টিএনটি এবং ভেরাইজন কমিউনিকেশন দাবি করে তারা দক্ষিণ কোরিয়ার কয়েক মাস আগে ফাইভ-জি নেটওয়ার্ক ঘোষণা দিয়েছিল, যদিও আমেরিকার প্রথম 5g ব্যবহার করা হয়েছিল মোবাইল হটস্পট ডিভাইস ব্যবহার করে কোন ফোনের সাহায্যে নয়’

এই প্রযুক্তিতে কারা এগিয়ে থাকছে তা ব্যাবসায়িক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ 2035 সালের মধ্যে 5g নেটওয়ার্ক ব্যবসা থেকে প্রায় সাড়ে বারো ট্রিলিয়ন আয় হবে, 5g প্রধান বৈশিষ্ট্য হলো অতি উচ্চ গতির ইন্টারনেট  3g ইন্টারনেট স্পিড ছিল মাত্র 2 মেগাবাইট প্রতি সেকেন্ড বা  টু এমবিপিএস|

4g ইন্টারনেট এর গতি ছিল 3g-02 Mbps/ 4g-30 Mbps/5g-60 Mbps থেকে 1gbps পর্যন্ত  সাধারন 5g ইন্টারনেটের গতি 4g থেকে 20 গুণ দ্রুত’তবে কিছু ক্ষেত্রে 5gদিয়ে 100 গুণ বা তারও বেশি  অর্জন করা সম্ভব আরো সহজ করে বলতে গেলে দুই ঘণ্টার একটি সিনেমা 3g ডাউনলোড করতে সময় লাগবে 26 ঘণ্টা 4g সময় লাগবে 6 মিনিট এবং 5g সময় লাগবে মাত্র 3.6 সেকেন্ড|

4gনেটওয়ার্ক  কোন রেসপন্স করতে 50 মিলি সেকেন্ড সময় নাই’ 5g মাত্র 1 মিলি সেকেন্ড!

শুধু ইন্টারনেটের গতি পরিবর্তন হবে না হয় নেটওয়ার্কের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রেসপন্স টাইম  4g নেটওয়ার্ক আমাদের কোন কমেন্ট রেসপন্স করতে 50 মিলি সেকেন্ড  সময় নাই’ 5g রেসপন্স টাইম হবে মাত্র 1 মিলি সেকেন্ড,

মজার ব্যাপার হলো মানুষের চোখের পলক পড়তে 100 থেকে 400 মিলি সেকেন্ড সময় লাগে তারমানে 5g রেসপন্স টাইম চোখের পলক পড়ার সেও 400 গুণ দ্রুত’ এখনো পর্যন্ত 61 দেশের 5g নেটওয়ার্ক চালু করা হয়েছে,

বর্তমানে শীর্ষ 350 সম্পন্ন দেশগুলো হলো দক্ষিণ কোরিয়া,তাইওয়ান, সৌদি আরব, দুবাই, এবং জাপান,5g ব্যবহারের একটি বড় ক্ষেত্র হলো, ইন্টার্নেট অফ থিংস বাংলায় যাকে বলা যায় জিনিসপত্র ইন্টার্নেট আরো সহজ করে বলতে গেলে এখন থেকে শুধু মোবাইল ফোন ছাড়া আমাদের বাসা বাড়ির প্রতিটি পদ্ধতিতেই ডিভাইজ এর সাথে কানেক্টেড থাকবে|

যেমন আপনার বাসার লাইট, প্যান, টেলিভিশন, প্রাইজ ওয়াশার মেশিন ইত্যাদি ইন্টারনেটে সংযুক্ত থাকবে আপনি ইন্টারনেটের মাধ্যমে ব্রকেন নিয়ন্ত্রণ করতে পারবেন,

self-driving গাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ পর্যায়ে রয়েছে!

self-driving কারবার সম্মানিত গাড়ির কথা আমরা সবাই শুনেছি বহু কোম্পানির ইতিমধ্যে self-driving গাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ পর্যায়ে রয়েছে|এমনকি বহু গাড়ি বাজারে এসেছে এসব গাড়ি নির্ভুলভাবে কাজ করার জন্য উচ্চগতির ইন্টারনেট এর সাথে নির্বাচনী গণসংযোগ থাকতে হবে|  

তা না হলে কয়েক মিলি সেকেন্ডের ব্যবধানে মারাত্মক প্রাণঘাতি দুর্ঘটনা ঘটতে পারে 5g ইন্টারনেট ব্যবহার করে অগমেন্টেড রিয়েলিটি বা  স্মার্ট সিটির মত বৈজ্ঞানিক কল্পকাহিনী বাস্তবে পরিণত হতে পারে, র্সিটিতে বৈদ্যুতিক ব্যবস্থা পানি সরবরাহ সড়ক নিয়ন্ত্রণ থেকে শুরু করে শহরের বাড়ীঘরগুলো ইন্টারনেটের সাহায্যে পরিচালিত হবে|

শুধু মোবাইল  ইন্টারনেট নয় হোমি ইন্টারনেট  জায়গা দখল করে নিতে পারেন, প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা প্রদান করা অনেক ব্যয়বহুল’ কিন্তু 5g নেটওয়ার্ক এর সাহায্যে শহর থেকে গ্রাম সবখানেই অতি দ্রুত গতির ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব হয়|

5g আরেকটি বড় সুবিধা হল স্মার্টফোনে আগের চেয়ে অনেক কম সার্চ ফুরাবে!

5g আরেকটি বড় সুবিধা হল এই প্রযুক্তি অনেক এনার্জি খরচ করেই চলতে পারে তার মানে আমাদের স্মার্টফোনসহ সকল  ধরনের ডিভাইস এর আগের চেয়ে অনেক কম সার্চ ফুরাবে 5g প্রযুক্তির সম্ভাবনা গুনে শেষ করা সম্ভব নয়, এর মাধ্যমে হয়তো ভবিষ্যতে সকল ধরনের তারের সংযোগ বিলুপ্ত হয়ে যেতে পারেন|

তবে 2025 সালের মধ্যে 5g নেটওয়ার্কের খুব বেশি বিস্তার করার সম্ভাবনা নেই কারণ শুরুতে 5g নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা খানিকটা কঠিন এবং ব্যয়বহুল, 3g থেকে যখন 4g তে আপগ্রেড করা হয়েছিল তখন প্রচলিত অবকাঠামো ব্যবহার করেই আপডেট করা সম্ভব হয়েছে|

কিন্তু 5g জন্য অনেক বেশি ব্যান্ডউইথের রেডিও ফ্রিকোয়েন্সি দরকার হলে নতুন করে নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলতে  হবে, সেজন্য দরকার আরও উন্নত মোবাইল টাওয়ার এবং অতি আধুনিক যন্ত্রপাতি বিশেষজ্ঞরা মনে করছেন অবকাঠামো গড়ে তোলার অতিরিক্ত খরচ কমাতে একাধিক মোবাইল অপারেটর কোম্পানি একসাথে কাজ করার সম্ভাবনা অনেক বেশি|

 5g নেটওয়ার্কের একটি বড় অসুবিধা হলো টাওয়ার এবং ডিভাইস এর মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকলে নেটওয়ার্কের স্পিড  অনেক কমে যায়, এমনকি বৃষ্টির কারণে  5g নেটওয়ার্ক বাধাগ্রস্ত হতে পারে সে জন্য সাধারণ মোবাইল টাওয়ার এর চেয়ে অনেক বেশী 5g টাওয়ার স্থাপন করতে হবে|

5g নেটওয়ার্ক উড়োজাহাজের যন্ত্রপাতির কার্যক্ষমতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে!

এছাড়া 5g নেটওয়ার্ক উড়োজাহাজের যন্ত্রপাতির কার্যক্ষমতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সম্প্রতি বিশ্বের শীর্ষ দুই  বিমান নির্মাতা প্রতিষ্ঠাতা বইন বা এয়ারবাস আমেরিকার সরকারকে 5g প্রযুক্তি প্রচলনে বিলম্ব করার জন্য অনুরোধ করেছে, বাংলাদেশ মোবাইল ইন্টারনেটেও বাজে অভিজ্ঞতা নেই এমন লোক খুঁজে পাওয়া মুশকিল সত্যিকার অর্থে বাংলাদেশের 4g  ইন্টারনেট প্রকৃত 4g নয়, ইন্টারনেট সেবা প্রদানের দিক থেকে বাংলাদেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলো পিছিয়ে আছে|

 এই তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে আছে শুধু আফগানিস্তান অথচ টেলিভিশন থেকে শুরু করে সামাজিক মাধ্যমসহ সর্বত্রই মোবাইল অপারেটরদের অতিরঞ্জিত বাহারি সব বিজ্ঞাপনে মানুষ অতিষ্ঠ,

বিপুল পরিমাণ অর্থ খরচ করে এই দুর্বল ইন্টারনেটের বিজ্ঞাপন না দিয়ে তারা যদি এই টাকাগুলো ইন্টারনেট উন্নয়নের পেছনে ব্যয় করত তাতেও বোধহয় বাংলাদেশের মোবাইল ইন্টারনেট খানিকটা সামনে এগিয়ে যেত|মোবাইল ইন্টারনেটের তুলনায় বাংলাদেশে ব্লাড ব্যাংক ইন্টারনেট বেশ এগিয়ে ব্লাড ব্যাংক  ইন্টারনেটের গতির বিচারে 138 টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 98 তম|



 

 #worlda-znewsbangla.blogspot.com#{-আসসালামু আলাইকুম আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনুগ্রহ করে আমার ওয়েবসাইটে এসে ভিজিট করার জন্য l আমি অনুগ্রহ করে আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার আশা করি -}|https://worlda-znewsbangla.blogspot.com|

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন